
জামালপুরে ক্রীড়া সংগঠক আক্তারুজ্জামান আউয়ালের স্মরণসভা
জামালপুর সংবাদদাতা
জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য ক্রীড়াবিদ আক্তারুজ্জামান আউয়ালের স্মরণসভা ও দোয়া মাহফিল ১১ জুলাই বিকেল ৪টায় হ্যান্ডবল লাউন্সে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থা এই দোয়া মাহফিলের আয়োজন করে।
বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল আলম, প্রয়াত আক্তারুজ্জামান আউয়ালের পিতা বদিউজ্জামান প্রমুখ।
সভায় জেলা হ্যান্ডবল স্টেডিয়ামটি আক্তারুজ্জামান আউয়ালের নামে নামকরণ করার দাবী জানানো হয়। পরে তার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন