
ভুয়া ও জাল নামজারী বাতিলের দাবিতে পাবনায় ভূমিহীন আন্দোলনের মানববন্ধন
পাবনা প্রতিনিধি
জাতসাখিনী মৌজার ৯৬৩ ও ৯৭৯ খতিয়ানভুক্ত সম্পত্তি, ভি.পি/সরকারি স্বার্থজনিত সম্পত্তি ভুয়া ও জাল দলিল ভুক্ত নামজারী নং ৫২৯/২০-২১, ৫৩০/২০-২১, ৫৩১/২০-২১ বাতিলের দাবিতে স্থানীয় গরিব কৃষক জনগণ হয়রানির বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল ১০ টায় পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন, সিন্দুরিয়া, আমিনপুর, পাবনা। মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে দাবি সম্বলিত একটি স্মারকলিপি পাবনা জেলা প্রশাসক বরাবরে পেশ করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, ঢাকা জেলার বাংলাদেশ ভূমি আন্দোলনের সভাপতি শামসুদ্দিন লিটন কবিরাজ, পাবনা জেলার আহ্বায়ক মাহাতাব, সিন্দুরিয়া গ্রামের সুকুমার শীল, লিমা খাতুন, ঈমান শেখ, রশিদ শেখ, শহীদ শেখ সহ ভুক্তভোগীরা আরো অনেকেই।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, আমরা এই জমিতে ৫০ থেকে ৬০ বছর যাবত বসবাস করছি। যখন যে সরকার পরিবর্তন হয় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রছায়ায় নেতারা আমাদেরকে হয়রানি করে ও জায়গার মালিকানা দাবি করে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের নেতারা জমির মালিক সেজে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন। এখন আবার কিছু ভূমিদস্যু ভুয়া জাল দলিল বানিয়ে ভূমিহীন মানুষদের উপরে মিথ্যা মামলা দিয়ে তাদের ভয় ভীতি দেখাচ্ছেন। থানার কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন হুমকিধামকি দিচ্ছেন, হয়রানি করছেন। আমরা সাধারণ কৃষক মানুষ এই হয়রানি থেকে মুক্তি চাই।
এ সময় তারা পাবনা জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলেন, আমরা পাবনা ডিসি মহোদয় কে জানাইতে চাই অনতিবিলম্বে যথাযথ আইনি ব্যবস্থা নিয়ে যেন আমাদের এই সম্পত্তি আমরা যারা বসবাস করছি তাদের নামে বন্দোবস্ত দেওয়া হয়। এভাবে যারা জাল দলিল নিয়ে আমাদেরকে হয়নি করছে তাদেরকে আইনের আওতায় আনা হয়।