
বাউফলে সেনাবাহিনীর উদ্যোগে ঘুষের টাকা ফেরত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের সরকারি মানবিক সহায়তা কর্মসূচির মৎস্য ভিজিএফ চাল বিতরণে জেলেদের থেকে স্লিপ প্রতি ২০০ টাকা করে নেওয়া ঘুষ মাইকিং করে ফেরত দেওয়া হয়েছে। সোমবার (৩০ জুন) ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে ধুলিয়া ইউনিয়নে মাইকিং করে বিকেল সাড়ে চারটার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে এ ঘুষের টাকা ফেরত দেওয়া হয়।
২৮ জুন উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের নিবন্ধিত এক হাজার জেলেদের মধ্যে সরকারি মানবিক সহায়তা কর্মসূচির মৎস্য ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলের নামে দুই মাসে ৮০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল দিতে জেলেদের কাছ থেকে ২০০ করে টাকা ঘুষ নেন ধুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মামুন। জেলেদের কাছ থেকে অবৈধভাবে টাকা নেওয়ার ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এবং বিভিন্ন পত্রিকা প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে। সেনাবাহিনীর নির্দেশে সোমবার বিকেল ৩ টার দিকে ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ছেলেদের ঘুষের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন এবং বিকেল৪টার দিকে ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে জেলেদের ঘুষি টাকা ফেরত নেওয়ার জন্য মাইকিং করে অনুরোধ করেন।