ডার্ক মোড
Tuesday, 01 July 2025
ePaper   
Logo
বাউফলে দলিল লিখে না দেয়ায় পিতা পুত্র কে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাউফলে দলিল লিখে না দেয়ায় পিতা পুত্র কে কুপিয়েছে দুর্বৃত্তরা

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলের বগা বন্দরে কবলাকৃত দলিল লিখে না দেয়ায় ইলিয়াস রাশেলের নেতৃত্বে হামলা চালিয়ে পিতা কাজী সফিকুল ইসলাম(৫৮) এবং পুত্র জুয়েল কাজী (৩৫) কুপিয়ে পিটিয়ে আহত করে নগদ টাকা এবং ব্যবহৃত মটর সাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর জখম পিতা পুত্র কে স্থানীয় লোকজন উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার বগা বন্দরে আশা ব্যাংকের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়,বগা বন্দরে জুয়েল কাজীর বাড়ির মধ্যে রোকেয়া বেগম স্বামী জয়নাল চৌকিদার কৌখালি গ্রামের তার কাছ থেকে ২০২০ সালে ১০ শতাংশ জমি কবলা সুত্রে মালিক জুয়েল কাজী। এ দখলকৃত কবলা জমি একই এলাকার ইলিয়াস ও রাশেল তাদের নামে ফিরিয়ে দেয়ার জন্য একাধিকবার মারধর করে। গতকাল সোমবার সকালে আশা ব্যাংকের ঋনের টাকার কিস্তি দিতে গেলে স্থানীয় দুষ্কৃতিকারী ইলিয়াস ও রাশেলের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল গাড়ির গতিরোধ করে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁর ব্যবহৃত মটর সাইকেল ও কিস্তির ১লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন। এ খবর শুনে বৃদ্ধ পিতা এগিয়ে এসে বাঁধা দিলে তাকে পিটিয়ে আহত করে। এ বিষয়ে ইলিয়াসের মুঠোফোনে কল করলে জানায়,আমার ফুফুর সম্পত্তি ফুসলিয়ে কবলা করেছে। এটা জিজ্ঞাসা করেছি। কোন মারধর করিনি।

জমির দাতা রোকেয়া বেগম জানান,আমার সম্পত্তি দাম পেয়েছি, যাকে খুশি তাকে দিব। তাতে ওদের কি।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান বলেন,জখম দুই ব্যক্তিকে নিয়ে থানায় আসছে। তাদের চিকিৎসা নিয়ে মামলা দিতে বলেছি। লিখিত অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন