
বরিশালে ২৪ এর গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে জেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম, বরিশাল
বৃহস্পতিবার বিকাল ৩ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষ্যে জেলা পর্যায়ের বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত।
জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিব) লুসিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকার জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে ঘোষিত দিবস ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা দেয় সরকার।
এছাড়া রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা এবং ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। ইতিমধ্যে জুলাইয়ের ১ তারিখ থেকে কর্মসূচি শুরু হয়েছে তবে মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের ১৪ তারিখ থেকে। এটি চলবে ৫ আগস্ট পর্যন্ত।
