ডার্ক মোড
Thursday, 24 April 2025
ePaper   
Logo
বরিশালে 'ঢালাই স্পেশাল সিমেন্ট'-এর উদ্দোগ্যে বাড়ির মালিকদের নিয়ে

বরিশালে 'ঢালাই স্পেশাল সিমেন্ট'-এর উদ্দোগ্যে বাড়ির মালিকদের নিয়ে "নিশ্চিন্তে গড়ি, নিরাপদ বাড়ি" নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত

মাসুদ রানা, বরিশাল ব্যুরো
 
দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ইউসিআইএল) বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে 'ঢালাই স্পেশাল সিমেন্ট'। বিশেষভাবে ছাদ, বিম ও কলামের জন্য তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে এক যুগান্তকারী পদক্ষেপ। এরই  ধারাবাহিকতায় 
 নগরীর হোটেল কিং ফিশারে 'ঢালাই স্পেশাল সিমেন্ট'-এর উদ্দোগ্যে বাড়ির মালিকদের নিয়ে নিশ্চিন্তে গড়ি, নিরাপদ বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপস্থিত ছিলেন ডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) জিয়ারুল ইসলাম, এজিএম (টেকনিক্যাল সার্পোট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট)  প্রকৌশলী বিদ্যুৎ কুমার বনিক, সিনিয়র ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) সঞ্জয় কুমার সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মেসার্স হাফেজ আয়রন এন্ড স্যানিটারি স্টোর-এর সত্ত্বাধিকারী আলহাজ্ব মোঃ আবু তাহের হাওলাদার সহ ইউনিক সিমেন্ট বরিশাল জোনের কর্মকর্তাগণ। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) প্রকৌশলী মোঃ জুয়েল রানা।
এ সময় বাড়ির মালিকগণ 'ঢালাই স্পেশাল সিমেন্ট' ব্যবহার করে তাদের মতামত ব্যক্ত করে সন্তোষ্ট প্রকাশ করেছেন। কর্মশালায় বক্তারা বলেন,
'ঢালাই স্পেশাল সিমেন্ট' হচ্ছে বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট যা ওপিসি এবং পিসিসি সিমেন্ট-এর বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর।
'ঢালাই স্পেশাল সিমেন্ট' এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো হলো:
প্রথম ২ দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে।
র‍্যাপিড হার্ডেনিং হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিং-এর প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়।
৮০-৯৪% ক্লিঙ্কার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫% বেশি দৃঢ়তা দেয়।
এই যুগান্তকারী পণ্যটি নির্মাণ খাতে গতি, দক্ষতা এবং স্থায়িত্বের জন্য একটি নতুন মান স্থাপন করে, যা এটিকে আধুনিক অবকাঠামো প্রকল্পের জন্য আদর্শ পছন্দ করে তোলে।
 
 
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন