
চিলমারীতে ইয়াবাসহ ভূয়া সাংবাদিক আটক
চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চিলমারীতে মাদক চোরাচালানের সময় এক ভুয়া সাংবাদিককে আটক করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাম্প মোড় এলাকা থেকে সাংবাদিকতার নাম ব্যবহার করা ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ওই ব্যক্তি হলেন উপজেলার থানাহাট ইউনিয়ন এর সবুজ পাড়া গ্রামের মনির উদ্দিন সরকারের পুত্র নুর আলম। এসময় তার কাছে ১০ পিস ইয়াবা ও বিক্রিত ইয়াবার নগদ ১ হাজার ১ শত ২০ টাকা পাওয়া যায় বলে জানা গেছে।
কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়াত হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে আমরা ইয়াবাসহ নুর আলমকে আটক করে চিলমারী থানায় সোপর্দ করেছি বাকী ব্যবস্থা তারা নেবেন।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রহিম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ আসামিকে যথা নিয়ম আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন