
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
পটুয়াখালী প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পটুয়াখালীর দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ শাখার সাবেক সভাপতি রাব্বানী ইসলাম অমি খানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে দশমিনা পূঁজাখোলা পায়রা ফুটকর্নার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাব্বানী ইসলাম অমি উপজেলা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খান বাড়ির মো. এনায়েতুল্লা আলম বাবুল খানেন ছোট ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দশমিনা সরকারি আব্দুর রশিদ তালুকদার কলেজ শাখার সাবেক সভাপতি ও উপজেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা যুবলীগ কর্মী।
থানা সূত্রে জানা যায়,২০২২ সালের ৬ মার্চ বিকেলে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউনিয়নের বিএনপির কাউন্সিল চলোমান অবস্থায় আওয়ামী লীগ,ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভংচুর, সন্ত্রাসী হামলা চালায় এতে অনেক নেতাকর্মী আহত হয়। এরপর ওই ঘটনাকে কেন্দ্র করে বেতাগী সানকিপুর ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে চলতি বছরের ১৩ মার্চ দশমিনা থানায় পটুয়াখালী-৩ আসনের সাবেক এমপি এসএম সাহজাদা সাজুসহ আ'লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামী করে মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানার পুলিশের একটি দল অপারেশন ডেভিল হান্ট পরিচলন চালিয়ে ওই মামালার এজাহারের ২৪ নম্বর আসামি রাব্বানী ইসলাম অমিকে দশমিনা সদর ইউনিয়নে ২ নং ওয়ার্ড পূঁজাখোলা পায়রা ফুট কর্নার থেকে গ্রেফতার করে।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রাব্বানী ইসলাম অমিকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলোমান রয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন