ডার্ক মোড
Saturday, 12 April 2025
ePaper   
Logo
নাটোরে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা

নাটোরে মেধাবী শিক্ষার্থীদের মিলনমেলা

নাটোর প্রতিনিধি
সারা দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের
অংশগ্রহনে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ এপ্রিল) সকাল ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক
উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর সভাপতি মোঃ মিরন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি নজরুল ইন্সটিটিউটের নিবার্হী পরিচালক মোঃ লতিফুল ইসলাম শিবলী, পুলিশের ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম, নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবুল হায়াত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর আমিরুল ইসলাম কনক, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম বারী, ঢাকাস্থ বৃহত্তর রাজশাহী সমিতির মহাসচিব খোন্দকার আবুল কাশেম, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে সারাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাবীদের সংগঠিত করে মেধা বৃত্তি প্রদান এবং সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছে। দীর্ঘ আট বছরের পথচলায় শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি সৃজনশীলতার গুণাবলী অর্জনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে । দেশেপাবলিক ইউনিভার্সিটিতে নতুন ভত্তির্কৃত প্রায় ২০০ শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়, জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়, বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের ৪০ শিক্ষার্থীকে মাসিক দুই হাজার টাকা হারে শিক্ষা বৃত্তি প্রদান করা হয় এবং বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে
পুরষ্কার বিতরণ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন