ডার্ক মোড
Friday, 01 August 2025
ePaper   
Logo
নাচোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ

নাচোলে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ

 মোঃ সোহেল রানা,নাচোল 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৪জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা ম্যাধমিক শিক্ষা অফিসের আয়োজনে  উপজেলা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্টারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)এর আওতায় ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪জন শিক্ষার্থীকে সম্মানা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।
বুধবার (৩০) জুলাই বেলা ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়ার  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ,ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক আলমাছ উদ্দিন,  জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন,  নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ  প্রফেসর শরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীর  অভিভাবক উপস্থিত ছিলেন।এসএসসি পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে নির্বাচিত প্রতিটি  ১২জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা এবং এইচএসসি পর্যায়ের ১২জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়। এসময় প্রধান বক্তা প্রফেসর মোহা: আছাদুজ্জামান বলেন ,আজকের শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্বে দিবে।আজ যারা পুরস্কার পেয়েছে তারা শুধু নিজেদের নয় বরং পরিবার  প্রতিষ্ঠান ও সমাজের জন্য গর্ব। সরকারের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন