
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বৃহস্পতিবার প্রায় ৩ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সাড়ে ১০ টায় কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৩ টি ট্রাক তল্লাশি করে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ লক্ষ পিস চিংড়ির রেণু জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং চালকদের মুচলেকা নিয়ে জব্দকৃত ট্রাক ছেড়ে দেওয়া হয়।
মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।