
বাউফলে যাত্রী ছাউনি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
বাউফলব(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল-বগা হাইওয়ে সড়কের গোসিংগা আফসেরে গ্রেজের কাছে একটি যাত্রী ছাউনি থেকে শুভাষ চন্দ্র শীল (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে বাউফল থানার পুলিশ এ লাশ উদ্ধার করে।
স্থানীয় কয়েক ব্যবসায়ী জানান, বৃদ্ধ সুভাষ চন্দ্র শীল মানষিক ভারসম্যহীন ছিলেন। তিনি প্রায়ই সময় আফসেরের গ্রেজের কাছে যাত্রী ছাউনিতে বসবাস করতেন। মঙ্গলবার রাত ১২টার দিকেও তাকে সুস্থ দেখা গেছে। তাদের মধ্যে একজন তাকে একটি রুটি খেতেও দিয়েছেন। বুধবার সাকালে এসে তারা তাকে মৃত দেখতে পান। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে বাউফল থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আসে।
বাউফল থানার এসআই মজিবুর রহমান জানান, মৃত বৃদ্ধের নাম সুভাষ চন্দ্র শীল। বাউফল পৌর শহরের কাগুজীপুল এলাকার ২নং ওয়ার্ডে তার বাড়ি। মৃতের সুশান্ত ও সঞ্জয় নামের দুই ছেলে আছে। স্ত্রী নেই। ছেলেদের কোন আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তের প্রক্রিয়া চলমান আছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন