ডার্ক মোড
Friday, 15 August 2025
ePaper   
Logo
চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন

চুনারুঘাটে ভাগিনার হাতে মামা খুন


ফারুক মাহমুদ, চুনারঘাট (হবিগঞ্জ)

:জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চুনারুঘাটে ভাগিনার হাতে মামা ছেরাগ আলী(৫৫)খুন হয়েছেন।নিহত ছেরাগ আলী উপজেলার মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর পুত্র।এ ঘটনায় ভাগনা বিকাশ সহ আরো পাঁচজন আহত হয়েছে।ঘটনার পর পরই পুলিশ দুজনকে আটক করেছে। আটককৃতরা হল ইয়াসিন ও আকরাম।
(১৪ আগষ্ট)বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান নিহত ছেরাগ আলী সহ তার লোকজন।এ সময় তার বোন নুর নাহার স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশ কে নিয়ে বাধা প্রদান করেন।এক পর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে হাতে রাম দা ও লাঠি দিয়ে সংঘর্ষ হয়।সংঘর্ষে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলী মারা যান।
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোনের মধ্যে জমি-জমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকের শেষ হয়েছে। কিন্তু কোর্ট থেকে মামলা তুলে না নেয়ার পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে জমিতে হাল চাষ করতে গেলে তার বোন তার স্বামী ও সন্তানদের নিয়ে বাধা প্রদান করলে সংঘর্ষ হয়।এতে ছোরাগ আলী মারা যান।
চুনারুঘাট থানার ওসি মোঃ নুর আলম বলেন, ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন