ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
চট্টগ্রামের পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারিকে আটক

চট্টগ্রামের পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা, দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারিকে আটক


চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পতেঙ্গায় ১০ হাজার পিস ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ  এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে  বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ৪ জন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে অভিযানিক দল কর্তৃক উক্ত ব্যক্তিদের তল্লাশি করে ১ টি প্লাস্টিকের বস্তা হতে ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও ৪ টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। আটকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করছিল।

জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন