
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে হাতিয়ায় বিক্ষোভ মিছিল
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া (নোয়াখালী)
গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর বর্বরোচিত সশস্ত্র হামলার প্রতিবাদে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে নয়টায় উপজেলার প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি দ্বীপ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন হাজী মাওলানা মোহাম্মদ আবদুল মালেক এবং সঞ্চালনা করেন ইউসুফ রেজা। এ সময় বক্তব্য রাখেন এ.গণি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছল তিব্রিজ, সাবেক সেনা কর্মকর্তা মো. সাহেদ, এবং এনসিপি হাতিয়া উপজেলা প্রতিনিধি আবির হোসাইন।
বক্তারা বলেন, “যারা বিগত ১৭ বছর ফ্যাসিজম কায়েম করেছিল, তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বিতাড়িত হয়েছে। কিন্তু বছর না যেতেই গোপালগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে অস্ত্র হাতে হামলা চালিয়েছে, তা দেশের গণতন্ত্র ও রাজনীতির জন্য চরম হুমকি।
তারা আরও বলেন, “গোপালগঞ্জের হামলার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে দেশে ফ্যাসবাদী আগ্রাসন চলছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। একইসাথে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় কঠোর ভূমিকার দাবি জানান।