
পিরোজপুরে বিএনপির উদ্যোগে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। একইসাথে ব্লাড গ্রুপিং ও বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার সুযোগ গ্রহণ করেন উপস্থিত মানুষজন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সাবেক কেন্দ্রীয় সদস্য ডা. ইমরান খান নাঈম, অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলা শাখারা আহবায়ক ডা.শিকদার মাহমুদ, পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর সহ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এই দল জনগণের সংকটে পাশে থাকে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাব-এর এমন উদ্যোগ প্রশংসনীয়। শহীদ জিয়াউর রহমান যে গণতন্ত্রের বীজ বপন করেছিলেন, তা পুনরুদ্ধারে বিএনপির এই কর্মসূচি জনগণের হৃদয়ে আশার আলো জ্বালাবে।এ ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন