ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
২৫দিনেও দায়িত্ব নেয়নি পটুয়াখালীর ওসিএলএসডি

২৫দিনেও দায়িত্ব নেয়নি পটুয়াখালীর ওসিএলএসডি

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় চলতি অর্থ বছর আমন ধান ক্রয়ের মৌসুমে সরকারি খাদ্য গুদামের ওসিএলএসডি পদে যোগদানের পঁচিশ দিনেও কর্মকর্তার দায়িত্ব বুঝে না নেয়ার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, উপজলার রণগাপালদী খাদ্য গুদামের ওসিএলএসডি ইশরাত জাহান মনার বদলির পর গত বছরের ২৯ সেপ্টম্বর থেকে ভারপ্রাপ্ত হিসেবে ওই পদে দায়িত্ব পালন করেন দশমিনা খাদ্য গুদামের ওসিএলএসডি পরিদর্শক মো. রাসেল হাওলাদার।

উপজলা খাদ্য অফিস সূত্র জানা যায়, রণগাপালদী খাদ্য গুদামের ওসিএলএসডি পদে উপপরিদর্শক মং থামন চলতি বছরের ১৩ জানুয়ারী উপজলা খাদ্য অফিস যোগদান করেন। কিন্তু ওই কর্মকর্তা যোগদানের পঁচিশ দিন অতিবাহিত হলেও তিনি রণগাপালদী খাদ্য গুদামের ওসিএলএসডি পদে দায়িত্ব বুঝ নেয়নি। সম্প্র্রতি একাধিকবার সরেজমিনে উপজেলা খাদ্য অফিস, রণগাপালদী ও দশমিনা খাদ্য গুদামে গেল ওই কর্মকর্তাকে অনুপস্থিত দেখা যায়।

জানা যায়, যোগদানর পর থেকে ওই কর্মকর্তা উপজলা খাদ্য অফিস তিন-চার দিন উপস্থিত ছিলেন। বাকী দিনগুলা উপজলা খাদ্য নিয়র্তকের ছুটি ব্যতিত অনুপস্থিত ছিলেন।

এ ব্যাপার দশমিনা খাদ্য গুদামের ওসিএলএসডি পরিদর্শক মো. রাসল হাওলাদার জানান, কিছু কাজ পেন্ডিং আছে। সেগুলো সম্পন্ন করে ওই কর্মকর্তাকে রণগাপালদী খাদ্য গুদামের ওসিএলএসডি পদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

এ ব্যাপার দশমিনা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুস সালাম জানান, যেদিন ওই কর্মকর্তা এখান যোগদান করেছেন, সেদিনই আমি দশমিনা খাদ্য গুদামের ওসিএলএসডিকে লিখিতভাবে চিঠি ইস্যু করেছি। আর উপ-পরিদর্শক মং থামনকে রণগাপালদী খাদ্য গুদামের দায়িত্ব বুঝিয়ে নেয়ার জন্যও বলেছি। ওই কর্মকর্তার অফিসে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ওই কর্মকর্তা আমার কাছ থেকে কোন লিখিত ছুটি নেয়নি।

এ ব্যাপার উপজলা খাদ্য অফিস থেকে সংগ্রহিত উপ-পরিদর্শক মং থামনের মুঠাফান একাধিকবার কল দিলও তিনি ফোন রিসিভ না করায় তার কোন বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপার দশমিনা ইউএনও (ভারপ্রাপ্ত) আবদুল কাইয়ূম জানান, বিষয়টি আমার জানা ছিলা না। আমি উর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন