২৪ ঘণ্টায় ইউক্রেনের ২ হাজার সেনা হত্যার দাবি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
বিগত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২ হাজারের বেশি সেনা হত্যার দাবি করেছে রুশ বাহিনী।
শনিবার রাশিয়ান সশস্ত্র বাহিনীর বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি এবং সাফল্যের কথা তুলে ধরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সশস্ত্র বাহিনী ২ হাজার ১০ জন ইউক্রেনীয় সৈন্যকে নির্মূল করেছে। একই সঙ্গে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী গত দিনে ইউক্রেনের ১০টি হাই-মার্স (HIMARS) রকেট, দুটি বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টিকারী বোমা এবং ৩৫টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে।
এছাড়াও রুশ বাহিনী একটি এসইউ-২৪ ফ্রন্টলাইন বোমারু বিমান এবং ইউক্রেনীয় বিমান বাহিনীর তিনটি হেলিকপ্টার ধ্বংস করেছে। যার মধ্যে দুটি এমআই-৮ এবং একটি এমআই-১৭ হেলিকপ্টারও রয়েছে।
অন্যদিকে, রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট ইউক্রেনের নৌবাহিনীর দুটি মনুষ্যবিহীন নৌকাও ধ্বংস করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ান ভোস্টক ব্যাটেলগ্রুপের ইউনিটগুলো ফ্রন্ট লাইনে তাদের অবস্থান উন্নত করেছে। একই সঙ্গে রুশ সেন্টর ব্যাটেলগ্রুপ ইউক্রেনের লিউত অ্যাসল্ট ব্রিগেডের আক্রমণ প্রতিহত করেছে এবং শত্রুদের ৬টি ব্রিগেডকে আঘাত করেছে।
তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র: তাস নিউজ এজেন্সি