১৭ বছর পর শিবচরে বিএনপি এক মিলন মেলা
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-১ শিবচর বিএনপির সাবেক মনোনীত প্রার্থী, মোতাহার সিদ্দিকীর ছেলে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) এর উদ্যোগে শিবচর উপজেলায় বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২ নভেম্বর) সকাল থেকেই বিকেল পর্যন্ত মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) এর নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলার সকল বিএনপির নেতা কর্মীদের এ মিলন মেলায় বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দলে দলে অনুষ্ঠানে যোগ দেন। বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এই মিলন মেলার অনুষ্ঠানে প্রায় ২০ হাজার নেতা-কর্মীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মিলন মেলায় আগত নেতারা বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের আমলে দেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার ছিল না। স্বৈরাচার হাসিনা দেশকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। বিএনপি’র নেতাকর্মীরা দেশের মানুষের পাশে আছে আগামীতেও থাকবে। এ সময় সকল অপশক্তি রুখে দিতে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী (লাবলু) বলেন, বিগত দিনে যারা আমার সাথে ছিলেন, যারা সহযোগিতা ও সমর্থন করেছেন তাদের জন্য বিএনপি এক মিলন মেলার আয়োজন করেছি। আমাকে ও আমার দল বিএনপি কে বিগত দিনে যারা ভালবেসে অত্যাচার নির্যাতন সহ্য করে আজ এপর্যন্ত আছে তাদের স্থান আমার বুকে। এখানে আমি চেষ্টা করেছি যারা বিগত দিনে এই (বিএনপি) দলটাকে মনে প্রাণে ভালোবেসেছে তাদের নিয়ে এই মিলন মেলা সম্পন্ন করতে। আমার মনে হয় আমি সফল।
তিনি আরো বলেন, আপনারা এখন দেখতেছেন বিগত দিনে প্রাণ খুলে কথা বলতে পারেনি। আজকে তারই বহিঃপ্রকাশ এটা।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনা আপনাদের কণ্ঠরোধ করব না। আমার পিতার প্রতি শ্রদ্ধারেখে আপনার শুধু আমাকে সহযোগীতা করবেন। এবং আপনারা সরাসরি ভূল ত্রুটি প্রকাশ করবেন। আমি চাই না সাংবাদিকরা আর চাটুদারী করুক।
তিনি বলেন, এই বাড়িতে রাতে লাইট জ্বালাই নাই। আমি যানি লোক আসবে। লোক আসলে হয়ত আমাকে কিছু বলবে না। তবে যে আসবে ঐ লোকাটার সমস্যা হবে। আমি সন্ধ্যার সময় বাড়ি বন্ধ করে চলে গেছি। তারপরও যে করে হোক আমরা মিটিং, মিছিল, বিভিন্ন অনুষ্ঠান করেছি।
যদি ভবিষ্যৎ তারা যদি মিটিং মিছিল করতে চায় তাদেরকে আমরা সেই সুযোগ দিব। এ ব্যাপারে আমার পক্ষ থেকে কোন কমতি থাকবে না। যিনি আওয়ামী লীগ করেন এটা কিন্তু দোষ না, কিন্তু যারা আওয়ামী লীগ বা বিএনপি করুন যদি বিভিন্ন খারাপ কাজ করে এটাই তার দোষ। আমি এখনো শক্তিশালী কেউ অন্যায় করলে তাকে ছাড়া দেওয়া হবে না। এতে যে যাই ভাবুক।
এ অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর উপজেলা বিএনপি সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াজ্জেম হোসেন রোমান, মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির নেতা মো: আবুল কালাম মল্লিক, মাদারীপুর জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।