ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
১৪৭০ বোতল ফেন্সিডিল-মদসহ দুই কারবারি গ্রেপ্তার

১৪৭০ বোতল ফেন্সিডিল-মদসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি

ঢাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৭০ বোতল ফেন্সিডিল এবং বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১০ জুন) দিবাগত রাতে গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১০ এর একটি দল।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার এবং মোটরসাইকেল জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, মঙ্গলবার (১১ জুন) দুপুরে কেরানীগঞ্জ র‍্যাব-১০ কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন