
১০ ঘন্টা পর সিলেট-ঢাকা রেল পথে ট্রেন চলাচল স্বাভাবিক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
সিলেটের সাথে রেল যোগাযোগ সচল হয়েছে প্রায় ১০ ঘণ্টা পর। কিন্তু দীর্ঘ অপেক্ষায় যারা ছিল রেললাইন সচল হলে যাত্রা করবে ঢাকার পথে সিলেট থেকে উপবন ট্রেন যোগে তারা পড়ে গেল আরো বিপাকে।
সকাল আটটা পর্যন্ত ঢাকার উদ্দেশ্যে উপবন ছেড়ে যাবে জানা গেলেও পরবর্তী সময়ে রেল কর্তৃপক্ষ ঘোষণা দেয় সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উপবন ছেড়ে যাবে না সেটি ক্যানসেল হয়েছে। এতে করে চরম ভোগান্তিতে পড়ে আটকা পড়া উপমহল ট্রেনের যাত্রীরা।
দুর্ঘটনার কারণে সিলেট স্টেশনে আটকা পড়া উপবন ট্রেনটি ঢাকার যাত্রা ক্যান্সেল হয়েছে এবং সকল যাত্রীদের করা প্রায় ছয শত এর অধিক টিকিট রিফান্ড হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলের স্টেশন ম্যানেজার মোহাম্মদ নুরুল ইসলাম।
তিনি জানান , সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে রোববার সকাল থেকে । স্বাভাবিক হওয়ার পর কালনী,পাহাড়িকা জয়ন্তিকা এক্সপ্রেস সিলেট থেকে যথারীতি যাত্রা করেছে।
দক্ষিণ সুরমার মোগলা বাজার - শিববাড়ি এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেন নং- ৯৫১ ইঞ্জিন নং ৩০২০ লাইনচ্যুতের ঘটনায় প্রায় ১০ ঘন্টা পর সারাদেশের সাথে সিলেটের যোগাযোগ বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। দুর্ঘটনা কবলিত মালবাহী ট্রেনের দায়িত্বে ছিলেন গার্ড হিমেল খান।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রিলিফ ট্রেনের মাধ্যমে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধারের পর সকাল ৯টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।।
রেলস্টেশন সূত্রে জানা যায়, দুর্ঘটনার কারণ তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার ঘটনার অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। ১৪টি তেলবাহী ওয়াগনের মধ্যে একটি লাইনচ্যুত হয়েছিল।