ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
১০০টা না হোক, ৭০টা সমাধান দেব : মাহি

১০০টা না হোক, ৭০টা সমাধান দেব : মাহি

রাজশাহী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, প্রকাশ্যে দরকার নেই মাহি মাহি করা। প্রকাশ্যে দরকার নেই ট্রাক ট্রাক করা। আমি চাই মনের ভেতরে গেঁথে নেন। মাসে অন্তত একবার আপনাদের কাছে আসব। পাশে বসবো, সুখ-দুঃখের কথা শুনব। ১০০টা না হোক ৭০টা সমাধান দেব, ইনশাআল্লাহ।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে নির্বাচনী প্রচারণাকালে মাহি এসব কথা বলেন। এই নায়িকা রাজশাহী-১ আসন থেকে ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। মাহি তার নির্বাচনী আসন ঘুরে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছেন।

তিনি বলেন, ‘১৫ বছর তো একজন পুরুষ মানুষকে দেখেছেন। এবার কোনও পুরুষকে না দিয়ে একটা মেয়েকে ভোট দিয়ে দেখেন। আপনাদের এই ছোট বোনকে দায়িত্ব দিয়ে দেখেন, সে আপনাদের জন্য কী কী করতে পারে। এবার আমার ভোটে অংশগ্রহণ করার প্রধান কারণ হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। ওই চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ। চৌধুরী কাউকে সম্মান দেয় না, শিক্ষককে সম্মান দেয় না, তার নেতাকর্মীকে সম্মান দেয় না। সেই জমিদারকে আমরা চাই না। আমরা চাই এমন একটা মানুষ, যে আমাদের পাশে বসে ভাত খাবে, সুখ-দুঃখের কথা বলবে। আর মাসে একবার হলেও আমাদের কাছে এসে সমস্যার সমাধান করবে।’

মাহি আরও বলেন, ‘আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা আমাকে বিপুল ভোটের মধ্যেমে জয়ী করেন, তাহলে মাসে অনন্ত একবার আপনাদের কাছে আসব। পাসে বসব, আপনাদের দুইটা সুখ-দুঃখের কথা শুনব। ১০০টা না হোক, ৭০টা সমাধান দেব, ইনশাআল্লাহ। আমার পাশে আর কেউ থাকুক আর না থাকুক, আমি জানি আমার মা-বোনরা আছে। আমি জানি আমার ভাইয়েরা, বাবারা আমার পাশে আছে। যে শিক্ষকরা নির্যাতিত, অসম্মানিত হয়েছে তার আমার পাশে আছেন।’

ভোটারদের উদ্দেশ্যে মাহি বলেন, ‘প্রকাশ্যে দরকার নেই মাহি মাহি করা। প্রকাশ্যে দরকার নেই ট্রাক ট্রাক করা। আমি চাই মনের ভেতরে গেঁথে নেন। আর ভোটের দিন সাত তারিখে সিলটা ট্রাক মার্কায় দেন। এবার তানোর-গোদাগাড়ীতে একটা নারী এমপি নিয়ে আসেন। বাংলাদেশের মধ্যে রাজশাহী সিটি সুন্দর। রাজশাহী সিটির ১০ ভাগ সৌন্দর্য হলেও আমি তানোর-গোদাগাড়ীতে নিয়ে আসব। আমাকে শুধু ৫ বছরের জন্য সুযোগ দিন।’

প্রসঙ্গত, আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজশাহী-১ আসনে নির্বাচন করছেন তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন