ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
হুথিদের লক্ষ্য করে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র

হুথিদের লক্ষ্য করে ফের হামলা চালালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ হামলা চালানো হয় বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন দুই মার্কিন কর্মকর্তা।

লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর জবাব দিতে হুথিদের ওপর নতুন এ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাম গোপন রাখার শর্তে এই কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় চারটি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লক্ষ্য করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন জায়গায় যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লোহিত সাগরে গত দুই মাস ধরে ইসরায়েলগামী বা ইসরায়েলি মালিকানাধীন জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তাদের এসব হামলার কারণে লোহিত সাগরে পণ্যবাহী জাহাজ চলাচল হুমকির মুখে পড়ে যাওয়ায়— হুথিদের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে শুক্রবার ব্যাপক হামলা চালান মার্কিন ও ব্রিটিশ সেনারা।

ওই হামলার পর যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজেও হামলার হুমকি দেয় হুথিরা। সেই হুমকি অনুযায়ী, গতকাল সোমবার একটি বিশাল জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে তারা।

বিশ্বব্যাপী যেসব বাণিজ্যিক জাহাজ চলাচল করে তার মধ্যে ১২ শতাংশই লোহিত সাগর দিয়ে যায়। হুথিদের হামলার কারণে বিশ্বের বড় বড় সংস্থাগুলো সেখান দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন বেশিরভাগ জাহাজ আফ্রিকা ঘুরে গন্তব্যে যাচ্ছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন