
সেনবাগে সাংসদ মোরশেদের শান্তি সমাবেশ
নোয়াখালী প্রতিনিধি
বিএনপি-জামাতের হরতাল ও অবরোধের বিরুদ্ধে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়েছে। সোমবার দুপুর ১২টায় সেনবাগ উপজেলার ছমিরমুন্সির হাট বাজারে এ কর্মসূচির আয়োজন করেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগ।
সকাল ১১টায় উপজেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আসে। পরে সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক এর নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে অবরোধ বিরোধী একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শান্তি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাংসদ ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কবির, আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন রিয়াদসহ অনেকে।
বক্তারা বলেন, সরকারের উন্নয়নকে ম্লান করতে বিএনপি-জামায়াত হরতাল-অবরোধের নামে তা ধংস করার চেষ্টা করছে। হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দেশের সম্পদ বিনষ্ট করছে তারা। তাই দেশের সম্পদক রক্ষায় অবরোধ বিরোধী কর্মসূচি অব্যাহত রাখবে তারা। একই সঙ্গে সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে সর্বস্তরের মানুষকে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার দাবী জানান।