ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
সেতুমন্ত্রীর নামে খোলা ভুয়া আইডির প্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার  অনুরোধ

সেতুমন্ত্রীর নামে খোলা ভুয়া আইডির প্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

অনলাইন ডেস্ক

ফেসবুকে অনেকগুলো ফেক আইডি রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নামে। এসব আইডি থেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন ছবি, বক্তব্য বা অন্য কোনো কন্টেন প্রচার করা হচ্ছে। সেতুমন্ত্রীর নামে খোলা এসব ভুয়া আইডির প্রচারে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আজ শনিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওবায়দুল কাদেরের নামে ফেসবুকে অনেকগুলো ফেক আইডি থেকে অনেকে উদ্দেশ্যমূলকভাবে বিভিন্ন বক্তব্য ও ছবি আপলোড করছে, যা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। ওবায়দুল কাদের যে ফেসবুক আইডি ব্যবহার করছেন সেটি ভেরিফায়েড আইডি। ভেরিফায়েড আইডি ছাড়া অন্য সব ভুয়া আইডি থেকে প্রচারিত বক্তব্য, ছবি বা অন্য কোনো কনটেন্ট থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে অনুরোধ জানানো হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন