সুনামগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৫১ তম বার্ষিক সাধারণ সভা ২০২৩ ২ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সুনামগঞ্জ জেলার নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রইছ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও যুব রেড ক্রিসেন্ট সদস্য শেরুজজামান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান. সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল হুদা মুকুট. বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিউর রহমান পীর. সংগঠনের নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সামছুন নাহার শাহানা. সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ. সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাট্রির পরিচালক এনামুল হক. মুর্শেদ আলম.সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু. আলী হোসেন. জাহাঙ্গীর আলম. চন্দন চক্রবর্তী প্রমুখ।
সভায় বিগত বছরের বার্ষিক আয় ব্যয়ের হিসাব সহ নানা কর্মকাণ্ড তুলে ধরেন। সদস্য গণ এর উপর আলোচনা করেন এবং অনুমোদন করেন। সভায় মহামারী করোনা ও শতাব্দীর ভয়াবহ বন্যার সময় রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী গণের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস কাজ করার জন্য ধন্যবাদ জানানো হয়।