ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
সুনামগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জ প্রতিনিধি

বর্ণাঢ্য র‍্যালী ও কেক কাটার মধ্য দিয়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। ১১ই নভেম্বর শনিবার সকাল ৬ ঘটিকায় রমিজ বিপনী দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দুপুর ১২ ঘটিকায় দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল এর নেতৃত্বে বিশাল একটি শোভাযাত্রা বের হয়।

শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা টি সুনামগঞ্জ পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়। জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল ভাইয়ের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের সদস্য রনজিৎ চৌধুরী রাজনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত ভাই।

সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, বিএনপি জামাতের সকল প্রকার হরতাল, অবরোধ এবং নৈরাজ্যের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা যুবলীগ রাজপথে আছে এবং থাকবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সুনামগঞ্জ জেলার ৫টি আসনে যুবলীগের নেতৃত্বে শেখ হাসিনার সরকারের উন্নয়ন প্রচার প্রচারণা অব্যহত থাকবে। তিনি আর বলেন, আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক আওয়ামীলীগের এর মার্কা নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাশ, জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সদর যুবলীগের সভাপতি এহসান আহমেদ উজ্জ্বল, সহসভাপতি ফয়সাল আহমদ, কাওসার আহমেদ, রুপন আহমেদ, আজিজুল আলম, সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, জেবুল মিয়া, জিল্লুর রহমান সজিব, প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, বিশ্বম্ভপুর উপজেলা যুবলীগের সভাপতি সুহেল আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আরিফুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে, সহসভাপতি লিখন আহমেদ, অমিয় মৈত্র, সুনামগঞ্জ সদর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান পলাশ, সাধারণ সম্পাদক শাফায়েত জামিল প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন