
সিমেন্টের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে ১০০ বস্তা সিমেন্টসহ ১ টি বোট জব্দ
কক্সবাজার প্রতিনিধি
শুক্রবার সিমেন্টের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে ১০০ বস্তা সিমেন্টসহ ১ টি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একটি অসাধু চক্র সিমেন্টের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক চট্টগ্রামের বাঁশখালী থানাধীন খাটখালী মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে কোস্ট গার্ড অভিযানিক দল থামার সংকেত প্রদান করে। বোটে উপস্থিত সন্দেহভাজনরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পার্শ্ববর্তী প্যারাবনে বোট রেখে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল বোটটি তল্লাশি করে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০০ বস্তা সিমেন্টসহ বোটটি জব্দ করে।
জব্দকৃত সিমেন্ট এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।