ডার্ক মোড
Tuesday, 17 June 2025
ePaper   
Logo
সিন্ডিকেট ভাঙতে শ্রীমঙ্গলে বিনা লাভে দু'টি দোকান উদ্বোধন

সিন্ডিকেট ভাঙতে শ্রীমঙ্গলে বিনা লাভে দু'টি দোকান উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজার সিন্ডিকেট ভাঙতে পৃথক স্থানে ও পৃথক ব্যবস্থাপনায় দু'টি বিনা লাভে চাল,ডাল, তৈল, আলুসহ বিভিন্ন জাতের তরিতরকারি ডিম ও মুরগী বিক্রয় শুরু হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল শহরের নতুনবাজারস্থ বিনা লাভের দোকান উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু।

এদিকে সকালে শ্রীমঙ্গল কলেজ রোডের শ্রীমঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণে আরেকটি বিনা লাভের দোকান উদ্বোধন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে বিনা লাভের বাজারটি উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তালেব। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আমিনুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

দোকান উদ্বোধনকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মহসিন মিয়া মধু বলেন, আমার ছোট ভাইয়ের খামার থেকে প্রতি মাসে লক্ষাধিক মোরগ বাজারজাত করে আসছে। খোঁজ নিয়ে দেখলাম বাজারে সিন্ডিকেট করে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করে নিত্য পণ্য বিক্রি করছে। তখন সিন্ডিকেট ভাঙতে এমন সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, বর্তমানে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আলুসহ শীতকালীন সকল শাক-সবজি পাইকারি মূল্যে কিনে বিনা লাভে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হবে। মহসিন মিয়া মধু বলেন, স্বৈরাচারের শাসনকালে গড়ে ওঠা বিভিন্ন সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা যাচ্ছে না। এ সমস্ত সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে মানুষের জীবনযাত্রা অসহনীয় করে তুলছে। যেকোনো মূল্যে এই সিন্ডিকেট ভাঙতে হবে।

লেমন গ্রুপের নির্বাহী পরিচালক মো.শাহীন সুলতান জানান, ‘লেমন ফ্রেশ মিট’ লেমন গ্রুপের একটি প্রতিষ্ঠান। শ্রীমঙ্গল পৌরসভার সদ্য সাবেক মেয়র মহসিন মিয়া’র অনুরোধে বাজার স্থিতিশীল রাখার জন্য সিন্ডিকেট ভাঙতে স্বল্প মূল্যে সাধারণ ভোক্তাদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী জানান, মোরগ ও ডিমের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাস মিয়া, আব্দুল জব্বার আজাদ, বিএনপি নেতা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন