সিংড়া মডেল প্রেসক্লাবের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়াতে, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেের পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম সরদার মোহাম্মদ আলীর আত্মার মাগফিরাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত সকলের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতায় কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শনিবার দুপুর ১২টায় সিংড়া মডেল প্রেসক্লাব কনফারেন্স রুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, চলনবিলের উদিয়মান তরুন বক্তা, পাবনা পুস্পপাড়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ওমর ফারুক।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আরিফ, সাংগঠনিক সম্পাদক রবিন খান,নাটোর জজকোর্টের আইনজীবী এডভোকেট বাকীবিল্লাহ রশিদী, কবি আজাহার মিয়া, ডা: আবুল হোসেন, ব্যবসায়ী এনামুল হক মিন্নতি সহ গনমাধ্যম কর্মীরা।