ডার্ক মোড
Friday, 18 July 2025
ePaper   
Logo
সিংড়ায় যৌথ মাদকবিরোধী অভিযান: ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সিংড়ায় যৌথ মাদকবিরোধী অভিযান: ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

 
 
সিংড়া (নাটোর) প্রতিনিধি
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নাটোরের সিংড়া উপজেলায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
 
মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সিংড়া পৌরসভার সওদাগরপাড়া এলাকায় সিংড়া ব্রিজের নিচে অবস্থিত চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জল (৩২) বসতবাড়িতে পরিচালিত হয়।
তিনি ঐ এলাকার শহীদ দরবেশ এর ছেলে।
 
তল্লাশিকালে উক্ত বাসা থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
অভিযানের সময় উজ্জল তার বাড়িতে উপস্থিত ছিলেন না এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
 
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।
 
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন