সাদুল্লাপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে পাটবীজ উৎপাদন চাষী প্রশিক্ষণ ও ভিত্তি পাটবীজ, রাসায়নিক সার বিতরণ শুভ উদ্বোধন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে "বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ, সোনালী আঁশে সোনার দেশ পরিবেশ বান্ধব বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পুরাতন চাষ পদ্ধতি পরিহার করে উন্নত প্রযুক্তি নির্ভর চাষাবাদের প্রচলন বৃদ্ধি ও স্বল্প খরচে অধিক লাভজনক ফসল সোনালী আঁশ খ্যাত পাটবীজ উৎপাদনের কলা কৌশল শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো: মাজেদুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মো: কাওছার হাবীবের সভাপতিত্বে ও উপজেলা পাট অধিদপ্তর কর্মকর্তা মিথুন সরকার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মোন্তেজার রহমান চঞ্চল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আকতার বানু লাকী, আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মো: আব্দুল জলিল সরকার প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ৭৫ জন পাটবীজ উৎপাদনকারী চাষী অংশগ্রহণ করেন।
৫ জন সেরা পাটবীজ উৎপাদনকারী চাষীর মাঝে ক্রেস প্রদান করা হয়েছে। শাহ আলম প্রধান, রফিকুল ইসলাম,ছামছুল আলম, আবু তাহের মিয়া, শ্রী গৌতম চন্দ্র সরকার।
রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষিবিদ মো: সোলায়মান আলী পাটবীজ উৎপাদনকারী কৃষকের মাঝে পাটবীজ জমিতে রোপন থেকে শুরু বীজ সংরক্ষণ করা পর্যন্ত সকল কলাকৌশল সম্পর্কে আলোচনা করেন।