ডার্ক মোড
Saturday, 21 June 2025
ePaper   
Logo
সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন  সভাপতি মুজিবুর রহমান,  সম্পাদক মেহেদী হাসান

সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি মুজিবুর রহমান, সম্পাদক মেহেদী হাসান

 

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার রাজনগর বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ৮ হতে বিকাল ৪ টা পর্যন্ত  বিরতিহীনভাবে ভোট  গ্রহন শেষে বিকাল ৫ টায়  প্রধাণ নির্বাচন কমিশনার এডভোকেট আকবর আলী নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে ১১১ জন ভোটারের মধ্যে  ১০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।  ১৫ টি পদের বিপরীতে ৬টি পদে ১৭ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনে সভাপতি পদে মো. মুজিবুর রহমান দোয়াত কলম প্রতিকে ৩৭ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান রনি আনারস প্রতীকে ৬০ ভোট পেয়ে  জয়লাভ করেন । সহ-সভাপতি পদে আলমগীর হোসেন আম প্রতিকে ৪৩ ভোট,  যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান হৃদয় টিউবওয়েল প্রতিকে ৬৫ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আক্কাস আলী দালাল দোয়েল  পাখি প্রতিকে ৬৭ ভোট, কোষাধ্যক্ষ পদে হারুনার রশিদ পলাশ প্রজাপতি প্রতিকে ৫৯ ভোট পেয়ে বিজয় লাভ করেন। 
 
এছাড়া প্রচার সম্পাদক পদে ফারুক হোসেন, অফিস সম্পাদক পদে রবিউল ইসলাম, কার্যনির্বাহী সদস্য পদে আইয়ুব আলী, আলাউদ্দিন, তৌহিদুল ইসলাম,  ডাঃ আনিসুর রহমান,  কৃঞ্চপদ বর্মন,  আব্দুল মালেক ও রাম প্রসাদ বর্মন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। নির্বাচনে নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট আকবর আলী, সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট রেজাউল ইসলাম, মোঃ নজরুল ইসলাম ঢালী।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন