সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে শহিদ বুদ্ধিজীবি দিবস পালন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় ও যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেস্বর) দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু। মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সরকারি প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, সিনিয়র সহকারি শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, মোঃ হাফিজুল ইসলাম, শামীমা আক্তার, অরুণ কুমার মন্ডল, আজহারুল ইসলাম, খালেদা খাতুন, আসমাতারা জাহান, গীতা রানী সাহা, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল মামুন, লুৎফুন নাহার প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম।