
সাঘাটায় দোকান ভাংচুর সহ বেদখলের প্রতিবাদে বীরমুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী বাজারে দোকান ঘর ভাংচুর, বেদখল ও মারপিট সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা সংবাদ প্রকাশ- প্রবাকান্ড ছড়ানোর প্রতিবাদে আব্দুল মোত্তালিব নামে একজন বীরমুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন করেন।
উপজেলার জুমারবাড়ী বাজারস্থ মুক্তিযোদ্ধা কার্যালয়ে রবিবার সকাল ১১ টায় এ সংবাদ সম্মেলন করেন। ওই বীরমুক্তিযোদ্ধা জুমারবাড়ী গ্রামের মৃত গোলাম মুনছুর ওরফে চাঁন মিয়ার ছেলে। তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, জুমারবাড়ী বাজারস্থ চাঁনপাড়া মৌজা জেল নং ১০৯, খতিয়ান নং ১১০ জমির পরিমান ৭ শতক ,পৈত্রিক ও কবলা দলিল মূলে প্রাপ্ত হওয়ায় উক্ত যায়গায় টিনের দু’টি দোকান ঘর নির্মাণ করে স্থানীয় আবু রুহান মোজাম্মেল হক ও শহিদুল ইসলাম নামে দু’জন ব্যবসায়ীর নিকট ভাড়া দেই।
দীর্ঘদিন যাবত উক্ত দোকান ঘরের ভাড়ার টাকা নিয়মিত আদায় করে আসিতেছি। সাম্প্রতিক আমদির পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক জুয়েল নামের একজন স্কুল শিক্ষক সুকৌশলে ওই ভাড়াটিয়া ব্যবসায়ী রুহান এর সাথে যোগস্বাজস করে নিজের বলে দাবি করেন এবং প্রভাবখাটিয়ে আমার দোকান ঘর দু’টি ভেঙ্গে দিয়ে নিজের দখলে নিয়ে সেখানে রাতারাতি পাকাঘর নির্মাণ করতে থাকেন।
সংবাদ পেয়ে আমি এবং আমার পরিবারের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই স্থাপনা নির্মাণ কাজে বাঁধা দিলে প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন চড়াও হয়ে আমাদেরকে মারপিট করে এবং খুন যখম করার হুমকী দেন। এর পাশাপাশি প্রতিপক্ষ বিভিন্ন সোসাল মিডিয়ার মাধ্যমে মিথ্যা সংবাদ ও প্রবাহ কান্ড ছড়িয়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করছেন।
তিনি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের প্রবিবাদ ও নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান বীর মুক্তিযোদ্ধা। এসময় বীর মুক্তিযোদ্ধা আঃ হাদী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।