সাংবাদিক আমান উল্লাহ আমানের পিতার মৃত্যুতে ডিইউজে'র শোক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক আমান উল্লাহ আমানের পিতার মৃত্যুতে ডিইউজে'র শোক
মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমানের পিতা মো. করম আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিজ গ্রামের বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আমান উল্লাহ আমানের পিতার মৃত্যুতে ডিইউজে'র কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ডিইউজের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।