ডার্ক মোড
Friday, 18 October 2024
ePaper   
Logo
সাংবাদিকের বিরুদ্ধে স্বৈরাচারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

সাংবাদিকের বিরুদ্ধে স্বৈরাচারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক

দৈনিক দিনকালের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমানসহ সব সাংবাদিকের হয়রানিমূলক মামলা প্রত্যাহার, সাগর-রুনি দম্পতির হত্যা মামলার দ্রুত বিচার, স্বৈরাচারের আমলে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল, যোগ্য সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক ও খ্যাতিমান ছড়াকার আবু সালেহের সভাপতিত্বে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ ও ফোরামের সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট সাংবাদিক ও লেখক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

সভায় দৈনিক দিনকালের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক তারেক রহমানসহ সব সাংবাদিকের বিরুদ্ধে স্বৈরাচারের দায়ের করা বানোয়াট মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। সভায় যোগ্য সাংবাদিকদের জাতীয় প্রেস ক্লাবের সদস্য পদ দেয়ার দাবি করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন