সরিষাবাড়ীতে মিছিল করার সময় ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরসভার বাউসী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া। এ ঘটনায় শনিবার সরিষাবাড়ী থানার এসআই মুস্তাফিজুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করে বিকালে তাদের কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সরিষাবাড়ী থানা সংলগ্ন ইস্পাহানী এলাকার মজিবর মিয়ার ছেলে হৃদয় হাসান শাকিল (২৪), শিমলা বাজার রেল কলোনির আলতাফ হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (২৬) ও বড়বাড়িয়া গ্রামের মিজানুর রহমান মির্জালের ছেলে মিথুন আহমেদ শাওন (১৯)। তারা সবাই ছাত্রলীগের সদস্য।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরসভার বাউসী বাজার এলাকায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে জমায়েত হয়ে মিছিল করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার সময় এই তিন নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি রামদা, ২ ফুট ৪ ইঞ্চি লম্বা লোহা রড় ও ১টি স্টিলের পাইপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়। এ মামলায় এজাহারভুক্ত ৩৫জন এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, গভীর রাতে জমায়েত হয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে আটক করে সন্ত্রাস বিরোধী মামলা রুজু করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।