ডার্ক মোড
Monday, 09 September 2024
ePaper   
Logo
সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোরিকশা চালকের মৃত্যু

সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোরিকশা চালকের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে অটোচালক তারা মিয়া (৩০) মৃত্যু হয়েছে। সে উপজেলার আওনা ইউনিয়নের বাটিকামারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ৩ আগস্ট দুপুর আড়াইটার দিকে বৃষ্টির মাঝে তারা মিয়া গৃহপালিত পশু ছাগলের জন্য পাট পাতা আনতে যায়।

ওই সময় ঘটনাস্থলে বজ্রপাতে তারা মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় উদ্ধার করে তারাকান্দি যমুনা সারকারখানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন