ডার্ক মোড
Thursday, 12 December 2024
ePaper   
Logo
সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে আহত ১৪

সরিষাবাড়ীতে কুকুরের কামড়ে আহত ১৪

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছেন। গত রোববার রাতে ও সোমবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে এ আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার খাগুরিয়া গ্রামের , ধানাটা, শিমলা বাজার, তারিয়াপাড়া, ভূরার বাড়ী, কুঠিরহাট, বলারদিয়ার, ফুলদহ পাড়াসহ বিভিন্ন স্থানে হঠাৎ করেই পাগলা কুকুর মানুষদের কামড়াতে শুরু করে। এ সময় সাদিয়া (১১), ঈসমাইল (৫৫), জমিলা (৬০), রবিউল (৩৮), রিয়াদ (১৬), মাসুমা বেগম (৫০), পল্লবী (৫), রিতা (৩৬), কালু (৪৫), আবুল কালাম (৭০), আবু হানিফ (৭০), আনিস (১৮), কামরুল হাসান (১৯) ও আবুল হোসেন (৭০) সহ ১৫ জন পাগলা কুকুরের কামড়ে আহত হয়।

এছাড়া সোমবার সকালেও বিভিন্ন স্থানে আরও ৪ জনকে কামড়ে আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় কুকুরের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামূল্যে সরকারি ভ‍্যাকসিন দেয়া হয়েছে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রবিউল ইসলাম বলেন, এ পর্যন্ত হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী কুকুরে কামড়ানো আহত ১৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আহত দের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামূল্যে সরকারী ভ‍্যাকসিন দেয়া হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন