
সংঘর্ষে নিহত ছাত্রলীগ সদস্যে জানাজায় দোহারের আ. লীগ নেতারা
দোহার (ঢাকা) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনে নিহত ঢাকা কলেজ ছাত্রলীগের সদস্য মো. সবুজ আলীর গায়েবী জানাজা দোহার উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বুধবার বাদ মাগরিব অনুষ্ঠিত এ জানাজায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন, পৌর মেয়র মো.আলমাছ উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মোল্লা মো.বেলাল হোসেন,ডা.বোরহান, দলের ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জানাজায় অংশ নেওয়া নেতারা দাবি করেন, বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের হামলায় সবুজ আলীর মৃত্যু হয়েছে। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যেসব ঘটনা ঘটেছে, তা আমাদের জন্য খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।
যারাঁ মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনার জানাজায় অংশ নিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন সোহাগ এ হত্যাকাÐে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনটি একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেওয়ায় সারাদেশে নিহত ও হতাহতের ঘটনার বর্ণনা দিয়ে বক্তারা বলেন, ‘দুঃখের বিষয় হলো, এই আন্দোলনকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের চরিতার্থ করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাÐ শুরু করেছে।