
শ্রীমঙ্গলে এনআইডিসহ যাবতীয় পরিচয় যাচাইয়ে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রাখার দাবীতে মানববন্ধন
মৌলভীবাজার প্রতিনিধি
এনআইডিসহ যাবতীয় পরিচয় যাচাইয়ে ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুন্ন রাখার দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শ্রীমঙ্গলে কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে মৌলভীবাজার পর্দানশীল নারী অধিকার পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের উদ্যোক্তারা জানান, কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এর যুগে ছবির অপব্যবহার অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পুলিশের সিআইডি ফিজারপ্রিন্টের এএফআইএস' প্রযুক্তি ব্যবহার করছেন। অর্থাৎ নির্ভুল যাচাইয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট এখন সর্বাধুনিক এবং গ্রহণযোগ্য মাধ্যম।
সমাবেশে পর্দানশীন নারীরা তিনটি দাবী পেশ করেন তাহলো, বিগত ১৬ বছর যাবত যে সমস্ত সাবেক ইসি কর্মকর্তা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছে তাদেরকে বিচারের আওতায় আনা,পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসীর অধিকার অক্ষুন্ন রেখে অবিলম্বে এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। সকল ক্ষেত্রে পরিচয় সনাক্তে চেহারা ও ছবি মেলানোর সেকেলে পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা এবং পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট নেয়ায় সময় পুরুষ নয়, নারী সহকারী বাধ্যতামূলক রাখা।
সমাবেশ শেষে পর্দানশীন নারীরা জেলা নির্বাচন কমিশনারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারকে এবং জেলা শিক্ষা অফিসারকে স্মারকলিপি প্রদান করে। পর্দানশীন নার দের পক্ষে বক্তব্য রাখেন আহম্মদ মরিয়ম ও আছিয়া আহম্মদ।
মানববন্ধনে প্রায় দুই শতাধিক পর্দানশীন নারী উপস্থিত ছিলেন।