ডার্ক মোড
Thursday, 23 January 2025
ePaper   
Logo
শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারও প্রবেশ নয়

শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া অন্য কারও প্রবেশ নয়

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্ত এলাকায় শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে সম্মত হয়েছে বিজিবি ও বিএসএফ। বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুপুর ১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টর কমান্ডার ডিআইজি অরুণ কুমার গৌতম। এ ছাড়া মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া ও ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিংসহ উভয় দেশের স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, সভায় সীমান্তের যে কোনো সমস্যা বিজিবি-বিএসএফের মধ্যে সমন্বিতভাবে সমাধান, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো যাবে না এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি থেকে বিরত রাখতে বিজিবি ও বিএসএফ সম্মত হয়েছে।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে বিজিবি ও বিএসএফ সিদ্ধান্ত নিয়েছে। কারণ শূন্যরেখা থেকে ১৫০ গজের মধ্যে উভয় দেশের কৃষকের জমি রয়েছে এবং আমাদেরকে তো কৃষককে তাদের জমিতে কাজ করতে দিতে হবে। তাই বিজিবিকে ইনফর্ম বা জানিয়ে কৃষকরা তাদের জমিতে কাজ করতে পারবে। তবে কেউ শূন্যরেখা অতিক্রম করতে পারবে না।

তিনি আরও বলেন, ভারতের অংশেও শূন্যরেখা থেকে যদি ১০০ গজ দূরে কেউ কাজ করে তবে বিজিবি ধরে নেবে তারা কৃষক এবং বিএসএফের অনুমতি নিয়ে তারা কাজ করছে। এমনটা বাংলাদেশের কৃষকদের ক্ষেত্রেও হবে। এ ছাড়া সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন