ডার্ক মোড
Thursday, 26 December 2024
ePaper   
Logo
শাহরুখের ‘কিং’ থেকে সরে দাঁড়ালেন বাঙালি পরিচালক

শাহরুখের ‘কিং’ থেকে সরে দাঁড়ালেন বাঙালি পরিচালক

বিনোদন ডেস্ক

যদি ঘটনাটি ঘটতো, তাহলে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও ইতিহাস সৃষ্টি হয়ে যেতো। কারণ প্রথম কোনো বাঙালি পরিচালকের ছবিতে অভিনয় করতেন শাহরুখ খান।

যে খবরে আশায় বুক বাঁধছিল, গোটা বাংলা সেই খবরে জল পড়ে গেল! শাহরুখ খান অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'কিং'-এর পরিচালনা করছেন না 'কাহানি' খ্যাত নির্মাতা সুজয় ঘোষ।

পিঙ্কভিলার খবর, ‘কিং’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন বাঙালি নির্মাতা। তার পরিবর্তে পরিচালনার নতুন দায়িত্ব পেয়েছেন সিদ্ধার্থ আনন্দ।

সিদ্ধার্থ, সুরেশ নায়ার ও সাগর পান্ডিয়াকে নিয়ে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ। তবুও প্রায় সপ্তাহ তিনেক আগেই নাকি এই সিনেমা পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন সুজয়। কেন হঠাৎ এই সিদ্ধান্তে উপনীত হলেন তিনি?

ভারতীয় গণমাধ্যমের দাবি, দিনের পর দিন এই সিনেমার চিত্রনাট্য ঘষেমেজে বদল হচ্ছিল এবং স্বভাবতই ব্যাপ্তিও বাড়ছিল। শেষমেশ যেখানে গিয়ে এই সিনেমার গল্প-চিত্রনাট্য দাঁড়িয়েছিল, তার থেকে সুজয়ের মনে হয়েছিল তিনি যেভাবে কিং কে দর্শকের সামনে পেশ করতে চেয়েছিলেন, সিনেমাটি আর সেই জায়গায় নেই।

এরপরেই আর দেরি না করে নিজের ভাবনা সুজয় ভাগ করে নিয়েছিলেন শাহরুখ এবং সিদ্ধার্থের সঙ্গে। এবং সব শুনে তাতে রাজি হয়েছেন সবাই। সহ-প্রযোজকের দায়িত্ব সামলাবার পাশাপশি তাই এবার ‘কিং’ এর পরিচালনার দায়িত্বও সামলাতে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দকে।

২০২৫ সালের মার্চ মাসে শুটিং ফ্লোরে উঠবে কিং। গত কয়েক মাস ধরেই চলছে প্রস্তুতির পর্ব। সিদ্ধার্থ এবং তার টিম ভারতের বিভিন্ন লোকেশনে রেকি সেশনে ব্যস্ত। ইউরোপের বেশ কিছু লোকেশনেও হবে শুটিং।

বিশ্বখ্যাত স্টান্ট ডিরেক্টরদের সঙ্গে কথাবার্তাও চলছে। লক্ষ্য একটাই ভারতীয় ছবিতে দেখানো হবে সর্বশ্রেষ্ঠ রোমাঞ্চকর অ্যাকশন, ডিজাইন করা হয়েছে বিশ্বমানের অ্যাকশন সিকোয়েন্স।

ছবিতে 'খলনায়ক' অভিষেক বচ্চন। শাহরুখকন্যা সুহানা থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। 'কিং'-এর চিত্রনাট্য লিখেছেন সুজয় ঘোষ, সিদ্ধার্থ আনন্দ, সুরেশ নায়ার এবং সাগর পান্ডে। সংলাপ লিখেছেন আব্বাস টায়রেওয়ালা।

তবে, যে খবর নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে, তা হলো কে রয়েছেন শাহরুখের বিপরীতে? সেই নাম এখনো জানা যায়নি। তবে শোনা যাচ্ছে বলিউডের প্রথম সারির কোনো অভিনেত্রীকেই দেখা যাবে শাহরুখের পাশে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন