ডার্ক মোড
Tuesday, 14 January 2025
ePaper   
Logo
লিগ্যাল এইডের উদ্দেশ্য সাফল্যে মূখ্য ভূমিকা আইনজীবীদের : জেলা ও দায়রা জজ

লিগ্যাল এইডের উদ্দেশ্য সাফল্যে মূখ্য ভূমিকা আইনজীবীদের : জেলা ও দায়রা জজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান বলেছেন, অসচ্ছল বিচারপ্রার্থী জনগণকে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তা নিশ্চিতে মূখ্য ভূমিকা পালন করতে হয় প্যানেল আইনজীবীদের। সোমবার(১৩ জানুয়ারি) বিকালে জজ আদালতের সম্মেলন কক্ষে প্যানেল আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, অসচ্ছল বিচারপ্রার্থী মামলায় আইনি সহায়তার জন্য লিগ্যাল এইডের শরণাপন্ন হন। ওই বিচারপ্রার্থীর মামলায় সংশ্লিষ্ট প্যানেল আইনজীবীকে আইনি সহায়তা দেয়ার ক্ষেত্রে লিগ্যাল এইডের উদ্দেশ্য যেন ব্যাহত না হয় সেটির গুরুত্ব দিতে হবে। বিচারপ্রার্থী ও আইনজীবীর মাঝে যেন কোনরূপ ভুল বুঝাবুঝি না হয় এবং কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান তিনি।

জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্যানেল আইনজীবীগণ তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।লিগ্যাল এইডের মামলা পরিচালনায় প্রতিবন্ধকতা দূরীকরণ ও সেবা সহজিকরণের উপর গুরুত্ব দিয়ে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন- নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ হায়দার খোন্দকার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একেএম জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. একরামুল হক পিন্টু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম রুখসানা খানম।

অনুষ্ঠানে দেওয়ানী ও ফৌজদারি মামলা পরিচালনায় সমন জারি ও মামলা দ্রুত নিষ্পত্তিতে নতুন নতুন ধারনা নিয়ে আলোচনা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন