
লন্ডনে বসে বাংলাদেশে সন্ত্রাসী হামলার নির্দেশ দেয় : দীপু মনি
চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যারা গণতন্ত্রের কথা বলে আজকে রাস্তায় হরতাল-অবরোধ ডাকে, পুলিশ পিটিয়ে হত্যা করে , মানুষকে হত্যা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তারা কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় ছিল। সে সময় তারা কোনো উন্নয়ন করেনি।
বুধবার (১ নভেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, একজন নেত্রী অসুস্থ। আমি তার জন্য দোয়া করি। তিনি যেন দ্রুত সুস্থ হন। তার এক ছেলে মৃত্যুবরণ করেছে। তার আত্মার শান্তি কামনা করি। তার আরেক ছেলে বিদেশে বসে মনোনয়ন বাণিজ্য করছে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নির্বাচনের সময় এক আসনে পাঁচজনের কাছে মনোনয়ন বিক্রি করছে। লন্ডনে বসে বাংলাদেশে সন্ত্রাসী হামলার নির্দেশ দেয়। সে জঙ্গিবাদকে উসকে দিচ্ছে। জঙ্গিবাদের হোতাও সেই ছেলে। এটা এদেশের মানুষ ভালো করেই জানে। কথায় বলে ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়।’
তিনি বলেন, আজকে আমরা সঠিক পথ বেছে নিব। আমাদের সন্তানেরা যেন বিপথে না যায়। সন্ত্রাসী ও জঙ্গি না হয়। কারণ ওই লন্ডনে বসে যে কাজ করে, ষড়যন্ত্র করে, সে সন্ত্রাসী ও জঙ্গিবাদের মূলহোতা। আমরা আমাদের সন্তানদের সে রকম জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে চাই না। আমরা চাই তারা জ্ঞানে-বিজ্ঞানে ও প্রযুক্তিতে বড় এবং ভালো মানুষ হবে। আইনসম্মত যে কোনো পেশায়ই হোক সে কাজ করে সুখী হবে। তাই আমাদের সে নেতৃত্বই বেছে নিতে হবে, যে নেতৃত্ব আমাদের সে পথেই নিয়ে যায়। সে কারণে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।
দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকন্যা বলেই তিনি সব সময় দেশ ও দেশের মানুষের জন্য চিন্তা করেন। দেশের উন্নয়নের জন্য কাজ করেন। এদেশের আলেম-ওলামাদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। ফিলিস্তিনের মুসলমানদের জন্য তিনি সাধ্যমত কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। কই যারা কথায় কথায় ইসলামের কথা বলে, তারা তো ফিলিস্তিনিদের পক্ষে একটি কথায় বলে না।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, আলহাজ ইউসুফ গাজী, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূর হোসেন পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।