ডার্ক মোড
Tuesday, 17 September 2024
ePaper   
Logo
লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলায় ১৮৯ আশ্রয় কেন্দ্র, ৪৫৬৪ সেচ্ছাসেবক প্রস্তত

লক্ষ্মীপুরে ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলায় ১৮৯ আশ্রয় কেন্দ্র, ৪৫৬৪ সেচ্ছাসেবক প্রস্তত

লক্ষ্মীপুর প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘রেমাল’ আজ রোববার (২৬ মে) আঘাত আনতে পারে। রেমালের প্রভাবে ৫ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাসেরও আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ বুলেটিনে লক্ষ্মীপুর জেলায় ৬ নং মহাবিপদ সংকেট জারি করার পর ২৫ মে (শনিবার) রাতে জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভার আয়োজন করা হয়।

রাত দশটায় আয়োজিত সভায় সভাপতিত্বে করেন কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় জেলায় ১৮৯ টি আশ্রয় কেন্দ্র,৪৫৬৪ জন সেচ্ছাসেবক, ৬৪ টি মেডিকেল টিম প্রস্তত এবং ৪০০ মে:টন চাউল ও নগদ ১৯ লাখ ২০ হাজার টাকা মজুদ রাখা হয়েছে।

এ ছাড়াও স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট প্রস্তত রয়েছে। পরিস্থিতি মোকাবেলায় জেলার ৫ টি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আলাদা আলাদা সভা ও সকল প্রস্ততি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেহের নিগার, জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়া, ফায়ার সার্ভিসের উপসহকারী প্রকৌশলী আবদুল মন্নান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল লতিফ মজুমদার প্রমুখ।

বৈরী আবহাওয়ার কারণে এরইমধ্যে ভোলা-লক্ষ্মীপুর নৌ রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন