ডার্ক মোড
Saturday, 05 July 2025
ePaper   
Logo
লকডাউনে বন্ধ জাতীয় প্রেসক্লাব

লকডাউনে বন্ধ জাতীয় প্রেসক্লাব

অনলাইন ডেস্ক

 

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন আজ (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।

বিধি-নিষেধের আওতায় এই সময় বন্ধ থাকবে সব ধরনের যন্ত্রচালিত যানবাহন, শপিংমল, মার্কেট ও অফিস।

এই সময় বন্ধ থাকবে জাতীয় প্রেসক্লাবও। বুধবার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের গৃহীত কঠোর লকডাউনের (বিধিনিষেধ) সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় প্রেসক্লাবের সব সেবা ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, প্রেসক্লাবের সদস্যদের সাময়িক অসুবিধার জন্য ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। তবে ক্লাবের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। ক্লাব অফিস সীমিত সময়ের জন্য খোলা থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন