
শ্রীপুরে গর্ভবতী নারীকে পেটানো, ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক গর্ভবতী নারী, তার শাশুড়ি ও স্বামীকে মারধর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীপুর থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. নয়ন।
আহতদের মধ্যে রয়েছেন নয়নের মা মোছাঃ নাজমা বেগম (৪৫) এবং স্ত্রী মোছাঃ ফাহিমা, যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
অভিযোগকারী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশী মো. রশিদের একটি গরু তার বাড়ির সবজি ক্ষেত নষ্ট করলে গরু সরাতে অনুরোধ করেন। এতে রশিদ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কিছুক্ষণ পর দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘবদ্ধভাবে নয়নের বাড়িতে হামলা চালান অভিযুক্তরা।
হামলায় অংশগ্রহণকারীরা হলেন মো. আবুল হোসেন, হৃদয়, আজিদ, আশরাফুল, মো. সুলতান, বাইজিদ, আজিজুল, মাসুদ, মো. রশিদ, অন্তর এবং আল-আমিন। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়েছে, তারা বাড়ির গেট ভেঙে প্রবেশ করে নয়নের মাকে লাঠি ও রড দিয়ে মারধর করে গুরুতর জখম করে। এ সময় স্ত্রী ফাহিমা রক্ষা করতে এগিয়ে এলে তার মাথার চুল ধরে কিল-ঘুষি মারা হয় এবং গর্ভে লাথি মেরে হত্যাচেষ্টা চালানো হয়। একই সঙ্গে গলায় থাকা এক ভরি সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয়। আহতরা পার্শ্ববর্তী আত্মীয়ের বাড়িতে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান। তবে সেখানেও গিয়ে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্ত বাইজিদ এসব ঘটনা অস্বীকার করে বলেন,নয়ন আমার ভাইকে হুমকি দিলে আমরা কয়েকজন জিজ্ঞাসা করতে তার বাড়িতে যাই, কোন মারধরের ঘটনা ঘটেনি।আমরা প্রতিবাদ করলে নয়ন পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেয়।
আসাদ নামের এক মুদি ব্যবসায়ী জানান, নয়নের বাড়িতে গিয়ে তাকে ঝগড়া করতে নিষেধ করি,সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে উল্টো আমাকেই গালিগালাজ করে। এছাড়াও পিস্তল দিয়ে মেরে ফেলার হুমকি দেয়, প্রশাসনের কাছে অভিযোগ দেয়া হয়েছে, আশাকরি ন্যায় বিচার নিশ্চিত করা হবে।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।