র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে: ইউজিসি
নিজস্ব প্রতিবেদক
দেশের বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা খাতকে এগিয়ে নিতে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় ১২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গবেষণার মানোন্নয়নে এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জনে গবেষণা খাতের এই বরাদ্দ কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘অ্যাকাডেমিক ট্রান্সফরমেশন ফান্ডের সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন কৌশল’ শীর্ষক এক কর্মশালায় তারা এসব কথা বলেন।
হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।
প্রফেসর সাইদুর রহমান বলেন, অনেক সময় গবেষণার বিষয় ভালো হলেও সঠিকভাবে প্রকল্প প্রস্তাব না লেখার কারণে তা গবেষণা বরাদ্দের জন্য বিবেচিত হয় না।
তিনি প্রকল্প প্রস্তাবে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যসহ নির্ধারিত অন্যান্য বিষয়সমূহ নির্ভুলভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। এই কর্মশালা সঠিকভাবে প্রকল্প প্রস্তাব প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার ৫০ দশমিক ৯৬ শতাংশ এবং বিশ্ব ব্যাংক ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থায়ন করবে।